শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

দেবহাটায় নদীভাঙন রোধের কাজ পরিদর্শনে জামায়াত নেতারা 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় নদীভাঙন রোধের কাজ পরিদর্শনে জামায়াত নেতারা 

দেবহাটার ইছামতি নদীর ভাতশালা এলাকায় সম্মিলিত প্রচেষ্টায় শেষ হল নদীর বাঁধ নির্মাণের কাজ। শনিবার (৩১ আগস্ট) উপজেলার ভাতশালা বিশ্বাসবাড়ি এলাকায় এ কাজে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতারা। 

এদিকে, শনিবার (৩১ আগস্ট) ভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধের ভরাট কাজের উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মহিউদ্দীন মাহমুদসহ বিভিন্ন  শ্রেণিপেশার মানুষ। 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান জানান, আমরা নদীর বাঁধ রক্ষায় জামায়াত ইসলামের প্রায় ৪ শতার্ধীক নেতাকর্মী কাজ করি। দেশ ও জাতির কল্যাণে এ কাজে অংশ নিয়েছি। সকলের প্রচেষ্টায় প্রাথমিকভাবে বাঁধ রক্ষা হয়েছে। আশা করি এর মাধ্যমে ভাঙনের হাত থেকে আমরা এবারের মত রেহায় পাব।  

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে দেবহাটা উপজেলার ভাতশালা এলাকায় নদীভাঙন দেখা দেয়। নদীর মূল বেঁড়িবাধ ভেঙে প্লাবিত হওয়ার আশাঙ্কা দেখা দিলে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির প্রচেষ্টায় কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 

পরে এ কাজের সহযোগী হিসাবে কাজ শুরু করে জামায়াত-শিবির, সদ্য বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন দরদি, স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ এ কাজে অংশ নেন। 

টিএইচ